শুভ সকাল। আজ ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় শিহাব কবির নাহিদ (৩০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি বিমানবাহিনীর ঘাঁটির পাশে সমিতিপাড়ার প্রবীণ শিক্ষক মো. নাছির উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অথবা সর্বোচ্চ পরের বছরের মার্চের মধ্যে হবে বলে ধারণা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ধারণার কথা জানান। বিস্তারিত পড়ুন...
গত রোববার দিবাগত রাত তিনটায় নিজের বাসায় সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশের রাজনীতিতে এখন বড় একটা প্রশ্ন উঠেছে—বিএনপি কি সত্যিই ‘কিংস পার্টি’? কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বিএনপি আসলে ১৯৭৮ সালে জেনারেল জিয়াউর রহমানের অধীন তৈরি হওয়া সামরিক-সমর্থিত দল। এ অভিযোগ উঠছে এমন এক সময়ে, যখন দেশের রাজনীতিতে নতুন এক শক্তির আবির্ভাব হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই নতুন দল রাষ্ট্রের পরোক্ষ সমর্থন পাচ্ছে এবং ভবিষ্যৎ নির্বাচনের জন্য কৌশলগত অবস্থান নিচ্ছে। বিএনপি বলছে, যারা তাদের কিংস পার্টি বলছে, তারাই আসলে রাজনীতিকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে চাইছে। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশের হারে নিশ্চিত হয়েছে পাকিস্তানের বিদায়ও। প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় পৌঁছে যাওয়া এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তানের শেষ আশা ছিল বাংলাদেশ। নাজমুলরা নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে বেঁচে থাকত পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার আশা। বিস্তারিত পড়ুন...