কোন টিভি কার জন্য


বাজারে নানা ব্র্যান্ডের বিভিন্ন আকার, রকম, ধরন, দাম ও প্রযুক্তিসমৃদ্ধ টিভি রয়েছে। কোন কাজে বা কোথায় ব্যবহার করবেন—সে অনুযায়ী বাছাই করতে হবে টেলিভিশন। নিজের পছন্দ অনুযায়ী যাচাই-বাছাই করে টিভি না কিনলে হিতে বিপরীত হতে পারে।

ইলেকট্রো মার্ট লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জুলহক হোসাইন বলেন, ‘সবারই নিজ নিজ চাহিদার সঙ্গে মিলিয়ে টিভি কেনা উচিত। কারণ, একেক ব্যবহারকারীর টিভির ব্যবহার একেক ধরনের। তাই আগে চিন্তা করুন, আপনি কোন কাজে টেলিভিশনটি ব্যবহার করবেন। তারপর সে অনুযায়ী বাছাই করুন টিভির ধরন।’

ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় রেখে বিভিন্ন ধরন, মান, আকার ও বাজেটের টেলিভিশন বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানগুলো।

বাসার আয়তন ৮০০ থেকে ১ হাজার স্কয়ারফিট হলে ৪২ ইঞ্চির মধ্যে টিভি কিনতে পারেন। আর ১ হাজার থেকে ১ হাজার ২০০ স্কয়ারফিটের বাসায় ৪২ থেকে ৫৫ ইঞ্চির টিভি মানানসই হবে

একজন ব্যবহারকারীর কেমন টিভি কেনা উচিত—এ বিষয়ে জুলহাক হোসাইন বলেন, ‘টিভি কেনার আগে অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে। এর মধ্যে অন্যতম হলো, বাসার আয়তন। অর্থাৎ বাসার মাপ অনুযায়ী টেলিভিশন কেনা উচিত। বাসাটি যদি হয় ৭০০ থেকে ৮০০ স্কয়ারফিটের, তাহলে ৩২ ইঞ্চির মধ্যে টিভিই মানানসই। ছোট আয়তনের বাসায় মূলত বেডরুমেই টিভি স্থাপন করা হয়। কারণ, ওই নির্দিষ্ট আয়তনের বাসায় সাধারণত বেডরুম ছোট থাকে।’

মো. জুলহক হোসাইন বলেন, ‘বাসার আয়তন ৮০০ থেকে ১ হাজার স্কয়ারফিট হলে ৪২ ইঞ্চির মধ্যে টিভি কিনতে পারেন। আর ১ হাজার থেকে ১ হাজার ২০০ স্কয়ারফিটের বাসায় ৪২ থেকে ৫৫ ইঞ্চির টিভি মানানসই হবে। ১ হাজার ২০০ স্কয়ারফিটের ফ্ল্যাট বা ডুপ্লেক্স বাড়ির রুমগুলো বেশ বড় করে তৈরি করা হয়। বড় আয়তনের রুমের জন্য বড় আকারের টিভি কিনলে মানানসই হয়। এ ক্ষেত্রে আপনার ৬৫ ইঞ্চির চেয়ে বড় টিভি কেনা উচিত।’

অনেক অফিস আছে, যেখানে শুধু মিটিং আর প্রেজেন্টেশনের জন্য টিভি ব্যবহার করা হয়। এসব ক্ষেত্রে অবশ্যই বড় আকারের টিভি নির্বাচন করা উচিত। কারণ, অনলাইন মিটিং বা প্রেজেন্টেশনের সময় বড় আকারের টিভি হলে সবাই টিভির পর্দায় পরস্পরকে ভালোভাবে দেখার সুযোগ পান। মিটিং বা প্রেজেন্টেশনে ব্যবহারের জন্য বাজারে বিশেষ ধরনের টিভি পাওয়া যায়। এ টিভিগুলোতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে।

আপনার ঘরে যদি ছোট সন্তান থাকে, তাহলে অবশ্যই তার নাগালের ওপরে টিভিটি স্থাপন করা উচিত। এ ক্ষেত্রে আরেকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। সেটি হলো, ছোট শিশু আছে, এমন ঘরে স্ট্যান্ডে টিভি রাখা উচিত নয়। তাতে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। শিশুটি হঠাৎ ধাক্কা দিয়ে টিভিটি ফেলে দিতে পারে বা পানি বা কোনো তরল উপকরণ টিভিতে ছুড়ে মারতে পারে। তাই এসব বাসায় টিভি স্থাপন করতে হবে দেয়ালে, যেন শিশুরা হাত দিয়ে ধরতে না পারে। যাঁরা নিয়মিত বাসা বদল করেন, তাঁদের বহনে সহজ—এমন টিভি কিনতে হবে। না হলে টিভির ক্ষতি হতে পারে।’

বাজেট নাকি মান দেখে টিভি কেনা উচিত—এ বিষয়ে মো. জুলহক হোসাইন বলেন, ‘বাজেট গুরুত্বপূর্ণ বটে। তবে টিভির মানের দিকে সবার আগে গুরুত্ব দিতে হবে। এ জন্য টেলিভিশনের প্রযুক্তিগত দিকগুলো সম্পর্কে ভালোভাবে জেনে–বুঝে নেওয়া দরকার। তাহলে কেনার পর অনাহূত ঝামেলা পোহাতে হবে না।’