চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে তিনজনের প্রাণ গেছে, বলছেন প্রত্যক্ষদর্শীরা

আগুনপ্রতীকী ছবি

‘প্রথমে অল্প ধোঁয়া ভেবে কেউ তেমন গুরুত্ব দেয়নি। পরে ধোঁয়া বাড়তে থাকায় এদিক-সেদিক ছোটাছুটি করেন। উপায় না পেয়ে একজন শৌচাগারে আশ্রয় নেন।’

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে লাগা অগ্নিকাণ্ডের ঘটনার বর্ণনা এভাবেই দিচ্ছিলেন তামাকুমণ্ডি লেইন দোকান সমিতির ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন। স্থানীয় লোকজন ও মিনহাজ উদ্দিন বলছেন, অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে তাঁরা মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রিয়াজউদ্দিন বাজারের রিজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদীয়া প্লাজার মধ্যবর্তী অংশে একটি দোকানে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

আগুন লাগার পর মার্কেটের নিরাপত্তাকর্মীর কাছে খবর পেয়ে সেখানে যান মিনহাজ উদ্দিন। পরে স্থানীয় কয়েকজন দোকানিসহ আহত ব্যক্তিদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে আনার পর মারা যান আরও দুজন।

অগ্নিকাণ্ডে যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. রিদুয়ান (৪৫) ও মো. শাহেদ (১৮)। এ ছাড়া আরেক ব্যক্তির নাম ইকবাল বলে জানিয়েছে দোকান মালিক সমিতি। আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মেরিনা পারভিন (৩৫) ও তাঁর মেয়ে জান্নাতুল আক্তার (৯)।

ফায়ার সার্ভিস জানায়, রাত দেড়টার দিকে আগুনের খবর পেয়ে নগরের নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও লামার বাজার ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ধারণা, মোহাম্মদীয়া প্লাজার ব্রাদার্স টেলিকম নামের দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদীয়া প্লাজার দ্বিতীয় তলার ব্রাদার্স টেলিকম দোকানটির বেশির ভাগ মালপত্র পুড়ে গেছে। সেখানে মুঠোফোন ঠিক করার বিভিন্ন যন্ত্রাংশ ও ব্যাটারি, চার্জার পড়ে আছে।

স্থানীয় লোকজন বলছেন, মুঠোফোনের ব্যাটারির কারণে আগুনের কালো ধোঁয়া বেশি ছিল। দ্বিতীয় তলায় আগুন লাগলেও ধোঁয়া দ্রুত পাঁচতলায় উঠে যায়। ধোঁয়ায় দম বন্ধ হয়েই প্রাণ গেছে তিনজনের। তাঁরা সবাই বাজারের বিভিন্ন দোকানে কাজ করতেন। বাজারের পাঁচতলায় মূলত তাঁরা ভাড়া থাকতেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ। ফলে ধোঁয়া দ্রুত ছড়িয়ে যায়। আগুন নেভানো গেলেও ধোঁয়ার কারণে নিশ্বাস আটকে ওই তিনজন মারা গেছেন। এর আগেও রিয়াজউদ্দিন বাজারে আগুনের ঘটনা ঘটেছে। বারবার দোকান মালিক সমিতিকে বলা হলেও তাঁরা মার্কেটের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সতর্ক হচ্ছে না।

আরও পড়ুন