শহীদ বুদ্ধিজীবী দিবসে রবীন্দ্রসঙ্গীত পরিষদের শ্রদ্ধাঞ্জলি
নানান আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। এ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, সমবেত সংগীত পরিবেশ ও শহীদদের স্মরণে মশাল প্রজ্বালন করা হয়।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছায়ানট, ব্রতচারী, কণ্ঠশীলন এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা অংশ নেন।
অনুষ্ঠানে তিনটি দলীয় সংগীত ‘মরণসাগরপারে তোমরা অমর’, ‘মুক্তির মন্দির সোপানতলে’ ও ‘জাগো অমৃত পিয়াসী’ পরিবেশন করেন শিল্পীরা। এ সময় আবৃত্তি পরিবেশন করেন জয়ন্ত চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মৃতির উদ্দেশে মশাল প্রজ্বালন করেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহসভাপতি সারওয়ার আলী।