ক্যানসারে আক্রান্ত মনিরের জন্য অর্থ সহায়তা প্রয়োজন 

শেখ মনির আহম্মেদছবি সংগৃহীত

ব্লাড ক্যানসারে আক্রান্ত শেখ মনির আহম্মেদের চিকিৎসা ব্যয়ের বেশির ভাগই জোগাড় হয়েছে। কিন্তু শেষ দিকে এসে আর কুলিয়ে উঠতে পারছে না তাঁর পরিবার।

খুলনা শহরের দক্ষিণ টুটপাড়ার বাসিন্দা শেখ মনির আহম্মেদ একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। চলতি বছরের মার্চে ব্লাড ক্যানসার শনাক্ত হয় তাঁর। তখন থেকে তিনি ভারতে চিকিৎসাধীন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যে মনির আহম্মেদের অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোন ম্যারো ট্রান্সপ্লান্ট) করা হয়েছে। এখন পর্যন্ত তাঁর চিকিৎসায় প্রায় ৬৮ লাখ টাকা খরচ হয়েছে। এর মধ্যে তাঁর কর্মস্থল থেকে ৪০ লাখ, পারিবারিক সম্পত্তি বিক্রয় করে প্রায় ১১ লাখ এবং নিজ ও পারিবারিক সঞ্চয়, আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব থেকে প্রায় ১৭ লাখ টাকা পাওয়া গেছে। তবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট–পরবর্তী চিকিৎসার জন্য আরও ২ মাস ভারতে এবং ৩ মাস বাংলাদেশে আইসোলেশনে থেকে তাঁকে চিকিৎসা চালাতে হবে। এতে আরও ১২ থেকে ১৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এই টাকা জোগাড় করতে পারছে না তাঁর পরিবার। এমন পরিস্থিতিতে সবার সহযোগিতা চেয়েছেন শেখ মনিরের স্ত্রী তাজিন আক্তার।

শেখ মনির আহম্মেদকে সাহায্য পাঠানোর ঠিকানা—সঞ্চয়ী হিসাব নম্বর: ৪৩০১০১৮৫১৪৩১৭, হিসাবের নাম: তাজিন আক্তার, এবি ব্যাংক, খুলনা শাখা, রাউটিং নাম্বার ০২০৪৭১৫৪৩। (বিকাশ ও নগদ) ০১৭১১৯০৪২১২।