আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা দুবার সফল আরাফাত, সফলতার পথে আরও তিন বাংলাদেশি
আয়রনম্যান ট্রায়াথলন প্রতিযোগিতার সর্বোচ্চ আসর ‘আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩’-এ পাঁচ বাংলাদেশির মধ্যে সবার আগে চ্যালেঞ্জ জয় করেছেন মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নেন আরাফাত। এবার টানা দ্বিতীয়বার তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল হলেন। ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে আরাফাত সময় নিয়েছেন ১১ ঘণ্টা ৩১ মিনিট ৮ সেকেন্ড। আয়রনম্যান কর্তৃপক্ষের অফিশিয়াল অ্যাপ থেকে এ তথ্য পাওয়া গেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরও তিনজন বাংলাদেশি আরিফুর রহমান, মিশু বিশ্বাস ও শুভ কুমার দে শেষ ধাপ দৌড় সম্পন্ন করছেন। এর আগে তাঁরা নির্দিষ্ট সময়ের বেশ আগেই সাঁতার ও সাইক্লিং বাংলাদেশের অপর প্রতিযোগী পবিত্র কুমার সাঁতার সম্পন্ন করলেও সাইক্লিং শুরুর সময় তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এখন তিনি সুস্থ রয়েছেন বলে মুঠোফোনে জানিয়েছেন।
আজ রোববার ফ্রান্সের নিশে অনুষ্ঠিত হয় আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩। স্থানীয় সময় সকাল সাতটায় সাঁতারের মাধ্যমে শুরু হয় ট্রায়াথলনের এই কঠিনতম প্রতিযোগিতা। এবারের আসরে ৯৩টি দেশ থেকে ২ হাজার ৮০ জন ট্রায়াথলেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। সবার মধ্যে আরাফাতের অবস্থান ৬৩৯তম। ৩০ থেকে ৩৪ বছর বয়স গ্রুপে ২২৮ জনের মধ্যে তিনি অর্জন করেছেন ১৩০তম স্থান।
আয়রনম্যানের বৈশ্বিক কর্তৃপক্ষ এই বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে। বছরব্যাপী আয়রনম্যানের বিভিন্ন আসর থেকে ফলাফলের ভিত্তিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সুযোগ পান আয়রনম্যানরা। সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে আয়রনম্যান চ্যালেঞ্জকে বলা হয় এক দিনের কঠিনতম ট্রায়াথলন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রত্যেক প্রতিযোগীকে ১৭ ঘণ্টা সময়ের নির্দিষ্ট দূরত্বের সাঁতার, সাইক্লিং ও দৌড় সম্পন্ন করতে হবে।
এবারের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল হয়ে বাংলাদেশি হিসেবে অনন্য রেকর্ড সৃষ্টি করেছেন আরাফাত। আরাফাতের এটি দ্বিতীয় আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ অর্জন। দুই সপ্তাহ আগে দ্বিতীয়বারের মতো আয়রনম্যান ৭০ দশমিক ৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করেছেন ফিনল্যান্ডের লাহটিতে। দুই ফরম্যাট মিলিয়ে চারটি আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক এখন আরাফাতের ঝুলিতে। পেশাগত জীবনে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত ২০১৬ সাল থেকে আয়রনম্যান আয়োজনে অংশ নিচ্ছেন। আজকের আয়োজনসহ ১০টি আয়রনম্যান প্রতিযোগিতা সম্পন্ন করলেন তিনি।
মিশু বিশ্বাস এর আগে তিনটি আয়রনম্যান প্রতিযোগিতা সম্পন্ন করেছেন। এই প্রথম অংশ নিচ্ছেন আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সর্বশেষ চলতি বছরের মে মাসে মিশু বিশ্বাস ব্রাজিল আয়রনম্যান সম্পন্ন করেন। ২০২২ সালে অংশ নিয়েছিলেন আয়রনম্যান মালয়েশিয়ায়। আর ২০২১ সালে তুরস্কে আয়রনম্যান ৭০ থেকে ৩ আসরে অংশ নেন মিশু বিশ্বাস। পেশাগত জীবনে মিশু বিশ্বাস পুলিশ কর্মকর্তা। তিনি ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি)। মিশু অংশ নিচ্ছেন ৩০ থেকে ৩৪ বছর বয়সী গ্রুপে।
আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরিফুর রহমান ৩৫ থেকে ৩৯ বছর বয়সীদের গ্রুপে অংশগ্রহণ করছেন। গত বছর তিনি আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেন। বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেছেন একবার। পেশাগত জীবনে ব্যাংকার আরিফুর রহমান বর্তমানে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ করছেন।
৩৫ থেকে ৩৯ বছর বয়সী গ্রুপে কাল বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন শুভ কুমার দে। শুভ গত বছর আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেছেন। এর আগে বাংলা চ্যানেলও পাড়ি দিয়েছেন একবার। পেশাগত জীবনে শুভ কুমার দে মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের বিপণন বিভাগের কর্মকর্তা।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ইএম) পবিত্র কুমার সাত থেকে আট বছর আগে ট্রায়াথলন শুরু করেন। গত বছরের নভেম্বরে আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেছেন। সেটির ফলাফল থেকেই এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি। এ ছাড়া বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন একবার এবং বেশ কটি ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন। পবিত্র কুমার ৪০ থেকে ৪৪ বছর বয়সী গ্রুপে অংশ নিয়েছেন। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় সাইক্লিং পর্ব থেকে তাঁকে বিদায় নিতে হয়েছে।
আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপের হাল নাগাদ তথ্য পাওয়া যাবে আয়রনম্যান ট্র্যাকার অ্যাপ থেকে।