বনানীর ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

দীর্ঘদিন ধরেই সেলিম সাত্তার এসব মাদক নিজে সেবন করছিলেন এবং বন্ধুমহলসহ অন্যদের সরবরাহ করছিলেন
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে কোকেন, এলএসডি, কুশ, এমডিএমএ, সিসা, বিদেশি মদ, আইস, গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ব্যক্তির নাম সেলিম সাত্তার। তিনি সামাহ্ রেজার ব্লেডস ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলেছে, গ্রেপ্তার সেলিম সাত্তার সুইজারল্যান্ড ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। অনেক দেশ যাতায়াতের সুবাদে তিনি বিভিন্ন মাদক সম্পর্কে ভালো ধারণা রাখতেন। দীর্ঘদিন ধরেই তিনি এসব মাদক সেবন করছিলেন। এ ছাড়া বন্ধুমহলসহ বিভিন্ন পার্টিতেও এসব মাদক সরবরাহ করছিলেন তিনি।

গ্রেপ্তার সেলিম সাত্তার সুইজারল্যান্ড ও বাংলাদেশের দ্বৈত নাগরিক
ছবি: সংগৃহীত

রোববার সেলিম সাত্তারকে গ্রেপ্তার করার সময় তাঁর কাছ থেকে কোকেন-৩০ গ্রাম, ১৮৫টি এমডিএমএ (এক্সটাসি), ২০ বোতল বিদেশি মদ, ১২৫ গ্রাম কুশ, ২৯ ব্লটার এলএসডি, ৩০০ গ্রাম গাঁজা, ৫ গ্রাম আইস, ৭০০ গ্রাম সিসা, ১৬০ গ্রাম গাঁজা, সিসা সেবনের হুক্কা এবং ১ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিএনসি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম স্বীকার করেন, তিনি নেদারল্যান্ডসের আমস্টারডার্ম থেকে এলএসডি ও এক্সটাসি, স্পেনের বার্সেলোনা থেকে কোকেন, যুক্তরাষ্ট্র থেকে কুশ এবং স্থানীয়ভাবে আইস ও ক্যানাবিস চকলেট ও বিদেশি মদ সংগ্রহ করতেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।