সড়কে কাঠামোগত হত্যাকাণ্ড বন্ধে ছাত্র ফেডারেশনের সাংস্কৃতিক আয়োজন
সড়কে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ বন্ধের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন করেছে ছাত্র ফেডারেশন। আয়োজনটি উৎসর্গ করা হয়েছে গত বছরের ৮ নভেম্বর রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র ফেডারেশনের দুই সাবেক নেতা আরিফুল ইসলাম ও সৌভিক করিমকে।
রাজধানীর শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের সামনে শুক্রবার বিকেলে ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখা এই সাংস্কৃতিক আয়োজন করেছিল। আয়োজনের শুরুতেই সড়কে কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এই আয়োজনে আলোচনায় অংশ নিয়ে নিহত সৌভিক করিমের মা বন্যা করিম বলেন, সড়ক দুর্ঘটনায় ২০২৩ সালে দেশে প্রায় পাঁচ হাজার মানুষ মারা গেছেন। বর্তমান সরকারের শাসনামলে সড়ক মৃত্যুকূপে পরিণত হয়েছে। এই রাষ্ট্র সর্বতোভাবে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
ঢাকা মহানগর শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি অনুপম রায় আয়োজনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, সারা দেশে সড়কে কাঠামোগত হত্যাকাণ্ড বন্ধের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাই। দেশের মানুষকে সড়কের নিরাপত্তা নিশ্চিতে উচ্চকণ্ঠ হতে হবে।
ঢাকা মহানগর শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান আল মেহেদী ও দপ্তর সম্পাদক নুসরাত হকের সঞ্চালনায় আয়োজনে গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে ছিল গানের দল ডেমোক্রেজি ক্লাউনস, সোহাগ রহমত এ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের পাঠশালার পরিবেশনা। এ ছাড়া একক পরিবেশনা করেন সীমা আক্তার, জিনাত আরা, কিশোয়ার সাম্য ও শাহরিয়ার রায়হান।