ক্লাসে ফিরেছেন বুয়েটের শিক্ষার্থীরা
ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের সঙ্গে একই ক্লাস ও ল্যাবে অংশ না নেওয়া ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তবে বুয়েট প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণের আশ্বাস পেয়ে পূজার ছুটির পর তাঁরা আজ শনিবার থেকে ক্লাসে ফিরেছেন।
বুয়েটের শিক্ষার্থীরা সেপ্টেম্বরের ২৪ তারিখ থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন। পরবর্তী সময়ে বুয়েট প্রশাসন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের হলের আসন বাতিল করে সেই শিক্ষার্থীদের চিঠি দিয়ে অবহিত করেন।
তবে সেই শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস ও ল্যাব ব্যবহার করতে চান না, এমন দাবিতে বুয়েটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন অব্যাহত রেখেছিলেন।
পরবর্তী সময়ে বুয়েট প্রশাসন আশ্বস্ত করলে আজ শনিবার ক্লাসে ফিরবেন বলে একমত হয়েছিলেন বুয়েটের সব ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা।