রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ পুড়িয়ে হত্যার নিন্দা

ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করে কমলাপুর স্টেশনে নেওয়া হয়েছে। ১৯ ডিসেম্বর, ঢাকাছবি: শুভ্র কান্তি দাশ

রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকেরা। এটিকে মানবতাবিরোধী জঘন্যতম ঘটনা আখ্যা দিয়েছেন তাঁরা।

ফার্মেসি অনুষদের ডিন সীতেশ চন্দ্র বাছার স্বাক্ষরিত এই বিবৃতি আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে বিবৃতিদাতা হিসেবে ১৫০ শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে।

আজ রাজধানীতে একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। এ ঘটনার উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। রাজনৈতিক কর্মসূচির নামে ২০১৩ সাল থেকে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে বহু মানুষকে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিকভাবে ব্যর্থ একটি গোষ্ঠী দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে ধারাবাহিকভাবে এ ধরনের বর্বরতা চালিয়ে যাচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান তাঁরা। একই সঙ্গে বর্বর ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে একাত্ম হয়ে বিবেকবান নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষকেরা।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন মো. নিজামুল হক ভূঁইয়া, জিনাত হুদা, এম আমজাদ আলী, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ আব্দুল মঈন, জিয়া রহমান, এ কে এম মাহবুব হাসান, সীমা জামান, মো. জিল্লুর রহমান, হাফিজ মুহাম্মদ হাসান বাবু, নিসার হোসেন, আব্দুল বাছির, মো. আব্দুস ছামাদ প্রমুখ।