ঢাবিতে সাদা দলের নতুন কমিটি, পদ না পেয়ে আলাদা কমিটি একাংশের

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে সাদা দল আয়োজিত সংবাদ সম্মেলনফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২০২৫-২৬ সালের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে সংগঠনের সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এদিকে এ কমিটি প্রত্যাখ্যান করে রাতে আলাদা কমিটি ঘোষণা করেছে পদ না পাওয়া অংশ।

সংখ্যাগরিষ্ঠ ইউনিটের সমর্থন পাওয়া মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খানকে আহ্বায়ক আর রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালামকে যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. আবুল কালাম সরকারকে যুগ্ম আহ্বায়ক (উত্তর) করে সাদা দলের সভায় নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

সাদা দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি ইউনিট থেকে একজন আহ্বায়ক ও দুজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিট কমিটিগুলোকে লিখিতভাবে বলা হয়। ইউনিট কমিটিগুলো ৫ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ ইউনিটে সাধারণ সভা করে একজন আহ্বায়ক ও দুজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করে।

ইউনিটগুলো থেকে প্রাপ্ত প্রস্তাব সাদা দলের কেন্দ্রীয় কমিটির ২২ ডিসেম্বরের সভায় উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, ১২টি ইউনিটের মধ্যে আটটি ইউনিট থেকে অধ্যাপক মোর্শেদ হাসান খানের নাম আহ্বায়ক হিসেবে প্রস্তাব করা হয়। অন্যদিকে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম তালুকদারের নাম চারটি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) হিসেবে অধ্যাপক আবদুস সালামের নাম সাতটি ইউনিট থেকে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল মুজাদ্দেদী আলফেছানীর নাম চারটি ইউনিট থেকে আর ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক এ এফ এম মুস্তাফিজুর রহমানের নাম একটি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

যুগ্ম আহ্বায়ক (উত্তর) হিসেবে অধ্যাপক মো. আবুল কালাম সরকারের নাম সাতটি ইউনিট থেকে, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুহাম্মদ মেজবাহ্ উল ইসলামের নাম চারটি ইউনিট থেকে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মুাহাম্মদ রুহুল আমীনের নাম একটি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

পদ না পাওয়াদের আলাদা কমিটি

এদিকে নতুন কমিটিতে জায়গা না পেয়ে রাতে আলাদা কমিটি ঘোষণা করেছে সাদা দলের একাংশ। অধ্যাপক আমিনুল ইসলাম তালুকদারকে এ কমিটির আহ্বায়ক আর অধ্যাপক মোহাম্মদ আল মুজাদ্দেদী আলফেছানীকে যুগ্ম আহ্বায়ক (উত্তর) ও অধ্যাপক মুহাম্মদ মেজবাহ্ উল ইসলামকে যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) করে এ কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটি ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, সাদা দলের বিদ্যমান অভ্যন্তরীণ সাংগঠনিক দুর্বলতা ও নানাবিধ অসংগতির পরিপ্রেক্ষিতে কমিটি পুনর্গঠিত হচ্ছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, অযোগ্য নেতৃত্ব, সুবিধাবাদী সদস্য এবং বিশেষ সিন্ডিকেটের প্রভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজের কাছে সাদা দল গ্রহণযোগ্যতা হারিয়েছে। দলের নেতৃত্ব দীর্ঘদিন ধরে কুক্ষিগত করে রাখা হয়েছে এবং বারবার দলের গঠনতন্ত্র লঙ্ঘনের ঘটনাও ঘটেছে। ফলে সাদা দলের পুনর্গঠন অপরিহার্য হয়ে পড়েছে।