মিরপুর ১০ নম্বরে আন্দোলনকারীদের অবস্থান, আগারগাঁও পর্যন্ত যান চলাচল বন্ধ

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আন্দোলনকারীরা অবস্থান নেনছবি: প্রথম আলো

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আজ শনিবার বেলা ২টা থেকে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুর ১০ নম্বর থেকে পল্লবী, আগারগাঁও, মিরপুর ১ নম্বর ও ১৪ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আন্দোলনকারীদের অবস্থানের কারণে বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ সারা দেশে বিক্ষোভ করছে। দুপুরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের দিকে আসেন। তাঁরা সেখানে বিক্ষোভ করতে থাকেন। শিক্ষার্থীদের বেশির ভাগেরই গলায় পরিচয়পত্র ঝোলানো আছে।

আন্দোলনকারীরা সেখানে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের অনেকের মাথায় জাতীয় পতাকা বাঁধা ছিল। কারও কারও হাতে ছিল জাতীয় পতাকা।

আন্দোলনকারীরা  মিছিল নিয়ে ১০ নম্বর গোলচত্বরের দিকে আসার আগে সেখানে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছিল। তবে দলে দলে শিক্ষার্থীরা আসতে থাকলে পুলিশ সেখান থেকে সরে মিরপুর ২ নম্বরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে অবস্থান নেয়। গোলচত্বর এলাকায় বেশির ভাগ দোকানপাট বন্ধ আছে।

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল শুক্রবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করে। আজ সারা দেশে বিক্ষোভ মিছিল করছে তাঁরা।  আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা।