ডেঙ্গুতে আরও ১২৩৯ জন আক্রান্ত, মারা গেছেন ৫ জন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১ হাজার ২৩৯ জন ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে মারা গেছেন আরও ৫ জন।
আক্রান্ত ও মৃত্যুর এই হিসাব গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত, যা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৯৩ জন। এর মধ্যে জুলাই মাসেই এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে ৪ হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ৭০৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৩৬১ জন।
আর চলতি বছরে এখন পর্যন্ত ১৭ হাজার ৩৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জুলাই মাসেই এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৯ হাজার ৪০৪ জন।
আক্রান্তের দিক থেকে দেশের ইতিহাসে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় ২০১৯ সালে। ওই বছর ১৭৯ জনের মৃত্যু হয়। আর ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্-বর্ষা জরিপের তথ্য বলছে, গত পাঁচ বছরের মধ্যে এবার ডেঙ্গুর জীবাণুবাহক এডিস মশার ঘনত্ব এবং সম্ভাব্য প্রজননস্থলের সংখ্যা সর্বোচ্চ। ঢাকার দুই সিটি করপোরেশনের ৯৮টি ওয়ার্ডের মধ্যে ৫৫টিই ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। ২০১৯ সালে উচ্চ ঝুঁকিতে থাকা ওয়ার্ড ছিল ২১টি।