নারী শিক্ষার্থীদের ওপর হামলা নিন্দনীয়: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংস্থাটি বলেছে, নারী শিক্ষার্থীদের ওপর হামলা সংবিধান ও মানবাধিকারের চরম লঙ্ঘন। এ হামলা অত্যন্ত নিন্দনীয়। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে এমএসএফ।

বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার গণতন্ত্রের অপরিহার্য উপাদান। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত আক্রমণ থেকে রক্ষা করতে এই রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ ধরনের জঘন্য আচরণকারী চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএসএফ। একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা কয়েক দিন ধরে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশসহ শান্তিপূর্ণ নানা কর্মসূচি পালন করে আসছে। ১৫ জুলাই বিকেল থেকে ছাত্রলীগের কর্মীরা বহিরাগতদের নিয়ে প্রকাশ্যে লাঠিসোঁটাসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর অমানবিক হামলা ও লাঞ্ছিত করেন। নারী শিক্ষার্থীদের ওপরও হামলা চালান তাঁরা। এ ঘটনায় এমএসএফ তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করছে।

বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগের হামলার ঘটনায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হন, যাঁদের মধ্যে ৪০ জনের বেশি নারী শিক্ষার্থী। আন্দোলনকারীদের একটি বড় অংশ নারী শিক্ষার্থী, যাঁরা বিভিন্ন আবাসিক হল থেকে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। নারী শিক্ষার্থীদের ওপর এ হামলা অত্যন্ত নিন্দনীয়।