বাজারে নতুন ইনসুলিন
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলি লিলির একটি ইনসুলিন বাজারে এসেছে। ডায়াবেটিসের রোগীরা এই ইনসুলিনটি খাবার খাওয়ার সময় নিতে পারবেন। ইনসুলিনটি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন অনুমোদিত।
বাংলাদেশে নতুন এই ইনসুলিনটি বিপণন ও বাজারজাত করছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে ইনসুলিনটি বাজারজাত করা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে ওষুধ কোম্পানিটি। অনুষ্ঠানে ইনসুলিনটির কার্যকারিতা ও সুবিধার দিক নিয়ে মূলত আলোচনা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ। বাংলাদেশের অনেক ডায়াবেটিস রোগী রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে পারছে না। রোগীদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখেই নতুন ইনসুলিনটি বাজারের আনা হয়েছে।
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা হালিমুজ্জামান বলেন, নতুন ইনসুলিনটি বাজারে আসার ফলে ডায়াবেটিস চিকিৎসা আরও উন্নত ও সহজতর হবে। এতে রোগীর খরচও বাঁচবে।