বন্যাকবলিত এলাকায় পাউবোর কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

পানিতে ডুবে গেছে খাগড়াছড়ির নিচের বাজার এলাকা। সেই এলাকা দিয়ে চলাচল করছে লোকজন।ছবি: প্রথম আলো

সারা দেশে বন্যাকবলিত জেলাগুলোয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। তাঁদের নিজ নিজ কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। বুধবার পাউবোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ ও ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী ও হালদা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে।

পাউবোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বন্যাকবলিত জেলাগুলোয় পাউবোর সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। তাঁরা নিজ নিজ এলাকায় থেকে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে পাউবোয় কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনে ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮ ও ০১৬৭৪৩৫৬২০৮ মুঠোফোন নম্বরে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন