এবার আরেক মামলায় শাহরিয়ার কবিরের রিমান্ড মঞ্জুর

শাহরিয়ার কবিরফাইল ছবি : প্রথম আলো

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে এবার যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আলী হায়দার আজ রোববার এ আদেশ দেন।

আরও পড়ুন

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রফিকুল ইসলাম। তাঁকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় মামলা হয়। সে মামলায় শাহরিয়ার কবিরকে আজ আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তবে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে শাহরিয়ার কবিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর রমনা থানার একটি হত্যা মামলায় শাহরিয়ার কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এর আগের দিন বনানীর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন