নাটোরে বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, সিংড়া উপজেলার সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ
নাটোরে বিএনপির জনসভায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের শ্যালিকার মঞ্চে আসন গ্রহণের ঘটনায় সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
আজ শনিবার দুপুরে জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত চিঠিতে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রীর শ্যালিকা ফারজানা রহমান আনোয়ারুল ইসলামের ভাতিজি।
চিঠিতে বলা হয়েছে, আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে সশরীর হাজির হয়ে অথবা লিখিতভাবে জবাব দিতে হবে। আলোচিত ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আলোচনা–সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এতে দলের ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, শরফুল ইসলাম, শাহাদত হোসেন ও শামীম হোসেন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শুক্রবার বিএনপির জনসভায় একজন ভদ্রমহিলা কাউকে না জানিয়ে সবার অগোচরে মঞ্চে ওঠেন এবং পেছনের সারিতে একটি আসন গ্রহণ করেন। তিনি ওই অনুষ্ঠানের কোনো আমন্ত্রিত অতিথি ছিলেন না। বিষয়টি জানতে পারার পরপরই ওই নারীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। তবে এর আগেই তাঁর কিছু ছবি ও ভিডিও ধারণ করে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। দলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই কতিপয় ব্যক্তি এই প্রচারণা চালিয়েছেন।’
শুক্রবার বিকেলে সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভার মঞ্চে পলকের শ্যালিকা ফারজানা রহমান আসন গ্রহণ করেন।