চট্টগ্রামের হালিশহরে টায়ারের কারখানায় আগুন

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট। আজ সকাল সাড়ে দশটায় চট্টগ্রামের হালিশহরের নয়াবাজার এলাকায়জুয়েল শীল।

চট্টগ্রামের হালিশহর নয়াবাজার এলাকায় শাহজালাল রাবার অ্যান্ড সোল নামের একটি টায়ারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কারখানায় আগুন লাগে। বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক সকাল ১০টায় প্রথম আলোকে বলেন, টায়ারের কারখানায় আগুন লাগার খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় কর্মীরা সেখানে যান। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে বলা যাবে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রাবাদ ও বন্দর স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। স্থানীয় বাসিন্দা মিনহাজুল ইসলাম প্রথম আলোকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে আগুন দেখতে পান তিনি। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে। পরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রামের হালিশহরের নয়াবাজার এলাকায় টায়ার কারখানায় আগুন লাগে। আজ সকাল দশটায়
প্রথম আলো

খোঁজ নিয়ে জানা গেছে, ওই কারখানায় টায়ার মেরামত ও উৎপাদন করা হয়। কারখানা চালু থাকলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।