আইইউবিএটিতে বিশ্ব খাদ্য দিবস পালিত
বিশ্ব খাদ্য দিবস পালিত হলো বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি)। এ উপলক্ষে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়টির কৃষি বিজ্ঞান অনুষদ।
বিশ্ব খাদ্য দিবসের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মহাসচিব মো. খায়রুল আলম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) গবেষণা, মূল্যায়ন ও পর্যবেক্ষণ প্রধান তাকাহিরো উৎসুমি, আইইউবিএটির কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস, বায়ার ক্রপসায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আবদুর রব।
আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কৃষি বিজ্ঞান অনুষদের অধিকর্তা (ডিন) মো. শহীদুল্লাহ মিয়া। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কর্মকর্তা–কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।