আইপিএল শুরু হয়েছে, ম্যাচ দেখা যাচ্ছে টফিতে

আইপিএলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’ছবি: টফির সৌজন্যে

আইপিএলের এবারের সিজন শুরু হয়ে গেছে। ক্রিকেটপ্রেমীরা যেন এবারের আইপিএলের টানটান উত্তেজনাময় মুহূর্তগুলো নির্বিঘ্নে উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে এই সিজনের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’।

দর্শকদের জন্য আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে নতুন ইন্টারফেস নিয়ে এসেছে টফি। রাস্তা, কর্মক্ষেত্রে, টফির অন-দ্য-গো ভিউয়িং এবং রিমোট ভিউয়িং অপশনের মাধ্যমে সবাই খুব সহজে আইপিএলের ম্যাচ দেখতে পারবেন।

বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, ‘টফি গ্রাহকদের জন্য নির্বিঘ্ন ও সহজলভ্য বিনোদন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে আইপিএলের সময় বিপুল উত্তেজনা বিরাজ করে; মানুষের এই আগ্রহ বিবেচনায় নিয়ে আমরা টফি ব্যবহারকারীদের জন্য সব ম্যাচ সরাসরি সম্প্রচার করব। ফলে, দেশের ক্রিকেটপ্রেমীরা যেকোনো সময় এবং যেকোনো জায়গা থেকে এই টুর্নামেন্টের প্রতিটি উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারবেন।’

দর্শকদের সাশ্রয়ী মূল্যে এই প্রিমিয়াম কনট্যান্ট অফার করছে টফি। ২০ টাকায় ১ দিন, ৫০ টাকায় ৭ দিন এবং ৯৯ টাকায় ৩০ দিনের জন্য আইপিএল ম্যাচ দেখার সুযোগ পাবেন গ্রাহক। বিকাশ এবং ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট সুবিধা রয়েছে।