প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন
১৫ দিনের বিদেশ সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সোমবার দিবাগত রাতে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম এ তথ্য জানান।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা।
যুক্তরাজ্য ও অন্য কমনওয়েলথ দেশ ও অঞ্চলের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তিন দেশ সফরের তৃতীয় ধাপে ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে আসেন।
যুক্তরাজ্যে অবস্থানের সময় শেখ হাসিনা গত শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লস ও রানির অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকও করেন।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে গত ২৫ এপ্রিল জাপান সফরে যান প্রধানমন্ত্রী। জাপানের টোকিওতে চার দিনের সরকারি সফর শেষ করে ২৯ এপ্রিল তিন দেশ সফরের দ্বিতীয় ধাপে ওয়াশিংটন ডিসি পৌঁছান প্রধানমন্ত্রী।