লরি থেকে দড়ি ছিঁড়ে ছিটকে গেল কনটেইনার, চাপা পড়ে বাবা-ছেলে নিহত

লরি থেকে দড়ি ছিঁড়ে পণ্যবাহী একটি কনটেইনার রিকশার ওপর পড়ে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পতেঙ্গা স্টিল মিল বাজার এলাকায় লরি থেকে দড়ি ছিঁড়ে ছিটকে গিয়ে পণ্যবাহী একটি কনটেইনার রিকশার ওপর পড়ে। এতে  রিকশার আরোহী বাবা–ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন রিকশাচালক। আজ বুধবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মো. ইউনুস মিঝি ও তাঁর ছেলে রহিম মিঝি। তাঁরা দুজন চিকিৎসক দেখিয়ে রিকশায় বাসায় ফিরছিলেন। রিকশাচালককে স্থানীয় একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কনটেইনারের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান পরিচালনা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আবদুল মালেক প্রথম আলোকে বলেন, লরি থেকে ছিটকে গিয়ে পণ্যবাহী কনটেইনার রিকশার ওপর পড়ে। পরে নৌবাহিনীর ক্রেনের সাহায্যে বেলা ১টার দিকে কনটেইনারের নিচে চাপা পড়া রিকশার দুই যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

নগরের ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) রুপক কান্তি চৌধুরী প্রথম আলোকে জানান, লরিতে থাকা পণ্যবাহী কনটেইনার দড়ি ছিঁড়ে পাশ দিয়ে যাওয়া রিকশার ওপর গিয়ে পড়ে। এতে রিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আর রিকশাচালক কোনোরকম প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুজন বাবা ও ছেলে বলে জানান এসআই রুপক কান্তি চৌধুরী।