সময়ের সঙ্গে প্রযুক্তি খাতে উদ্ভাবনের অভাবনীয় বিকাশ ঘটে চলেছে। এর ছোঁয়া লেগেছে মানুষের জীবনযাত্রার অনুষঙ্গগুলোতেও। সংগীতপ্রেমীদের গানের প্রতি ভালোবাসা একটুও না কমলেও একসময়ের জনপ্রিয় ক্যাসেট প্লেয়ারের জায়গা এখন দখল করে নিয়েছে হালের স্ট্রিমিং আর ব্লুটুথ সিস্টেম। সিরি কিংবা অ্যালেক্সার মতো অদৃশ্য বন্ধুরা এখন নিয়ন্ত্রণ করছে আমাদের ঘরের তাপমাত্রা, আলোর তীব্রতা, জানিয়ে দিচ্ছে আজ বাইরে বেরোনোর সময় ছাতাটা সঙ্গে রাখা প্রয়োজন কি না। প্রযুক্তির সর্বময় ব্যবহার মানুষের প্রাত্যহিক জীবনমানকে করে তুলেছে আরও উন্নত। মুহূর্তেই দুর্দান্ত সব সেবা হাতের মুঠোয় এনে জানিয়ে দিচ্ছে, মানুষের মেধা আর ইচ্ছাশক্তির সামনে ‘কল্পনাতীত’ শব্দটি আজ ভীষণ ক্ষুদ্র।
এমন কল্পনাতীত রূপান্তর আমরা ঘটে যেতে দেখেছি ঘরোয়া বিনোদনের আরেকটি মাধ্যম টেলিভিশন শিল্পে। কয়েক দশক আগেও ‘টিভি’ শব্দটা শুনলে মানুষের চোখে ভেসে উঠত চৌকো আকৃতির এক ঢাউস যন্ত্র, যার ঝিরঝিরে পর্দায় কেবল সাদা আর কালোর মিশ্রণে ফুটে ওঠে ছবি। দিনবদলের সঙ্গে সঙ্গে এই যন্ত্র এখন আমাদের প্রত্যেকের ঘরেই পাকাপোক্ত জায়গা করে নিয়েছে, তবে সম্পূর্ণ ভিন্ন চেহারায়। বর্তমানে বাজারে এমন সব টেলিভিশনও পাওয়া যায়, প্রথম দেখায় যেটিকে মনে হবে যেন দেয়ালে টাঙানো নান্দনিক কোনো পেইন্টিং!
বিনোদন ও প্রযুক্তি—উভয়ের প্রতিই যাঁদের বিশেষ ঝোঁক রয়েছে, তাঁদের জন্য বর্তমান সময়টি বেশ রোমাঞ্চকর বলা যায়। কারণ, স্যামসাংয়ের মতো খ্যাতনামা ব্র্যান্ডগুলো ইতিমধ্যেই বাজারে নিয়ে এসেছে কোয়ান্টাম এবং নিউরাল কোয়ান্টাম প্রসেসরযুক্ত টিভি, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি স্বচ্ছন্দ অভিজ্ঞতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। এর একাধিক স্বতন্ত্র প্রসেসর স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে টিভির ছবি, শব্দ ও অন্যান্য স্মার্ট ফাংশন নিয়ন্ত্রণ করতে সক্ষম, ফলে প্রিয় যেকোনো মুভি বা ম্যাচ দেখার আনন্দ এখন হয়ে উঠছে দ্বিগুণ।
প্রশ্ন জাগতেই পারে, যাঁরা প্রযুক্তিপ্রেমী নন বা এত সব কারিগরি মারপ্যাঁচে যাঁদের তেমন আগ্রহ নেই, তাঁরা কীভাবে এই নতুন দিনের টেলিভিশনগুলোর মজা উপভোগ করবেন। উত্তরটাও সহজ। টেলিভিশনের পর্দায় চোখ পড়লে প্রথমেই আমরা খেয়াল করি, এর ছবি কতটা স্পষ্ট কিংবা ঝাপসা। ঝকঝকে আর প্রাণবন্ত ছবির যে আবেদন, তা অনুভব করার জন্য বিশেষজ্ঞ হতে হবে না আপনাকেও। বিশ্বের দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ভিডিই’ এবং ‘প্যানটোন’ দ্বারা স্যামসাংয়ের কালার স্বীকৃত হয়েছে। টিভির কালারের ক্ষেত্রে কালার কোডিংয়ের জন্য বিখ্যাত প্রতিষ্ঠান প্যানটোনের স্বীকৃতি রয়েছে একমাত্র স্যামসাংয়েরই। সঙ্গে সাউন্ডের ক্ষেত্রে ডলবি অ্যাটমোস কিংবা অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড লাইট ফিচার, আর বাসা বা অফিসের ইন্টেরিয়রকে আপলিফট করার জন্য নেওস্লিম বা এয়ারস্লিম ডিজাইন—সব মিলিয়ে স্যামসাং টিভির দর্শকদের জন্য রীতিমতো সময়ের সেরা ভিউয়িং এক্সপেরিয়েন্সের প্রতিশ্রুতি দেয়।
সি-সিরিজের টিভিগুলো পাওয়া যাচ্ছে ‘নিও কিউএলইডি ফোর-কে’, ‘কিউএলইডি’ এবং ‘ফোর-কে ইউএইচডি’ সেগমেন্টে। ফিচার ও সাইজভেদে টিভিগুলোর দাম ৬৫ হাজার ৯০০ থেকে ৪ লাখ ৯৯ হাজার ৯০০ টাকার মধ্যে।
টেলিভিশনের বিশ্ববাজারে টানা ১৭ বছর শীর্ষস্থান ধরে রাখা দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড স্যামসাংয়ের টিভিগুলো শুধু ফিচারের বৈচিত্র্যই অনন্য নয়, পরিবেশ ও জলবায়ু সংরক্ষণের প্রতিও ব্র্যান্ডটির রয়েছে বিশেষ নিবেদন। স্যামসাংয়ের ভিন্ন ভিন্ন মডেলের টেলিভিশনে এখন তাই যুক্ত হচ্ছে সোলার সেল রিমোট, যা গতানুগতিক ব্যাটারিচালিত রিমোটের তুলনায় অনেকটাই শক্তি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। সূর্যের আলো ও ইনডোর লাইটে এই রিমোটগুলো চার্জ দেওয়া যায়, ফলে অতিরিক্ত ব্যাটারির প্রয়োজনীয়তা অনেকখানি ফুরিয়ে আসে।
উল্লিখিত চমৎকার ফিচারগুলো ছাড়াও স্যামসাংয়ের জনপ্রিয় ‘সি-সিরিজ’-এর টেলিভিশনগুলোতে ব্যবহারকারীরা আরও পাচ্ছেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ভিডিও কলিং, মাল্টি ভিউ, ডলবি অ্যাটমোস সাউন্ড, স্মার্ট হাব, রিমোটে ডেডিকেটেড বাটন, ভিডিও আপস্কেলিংসহ নানা সুবিধা। তা ছাড়া আধুনিক গৃহস্থালির সাজসজ্জার ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে স্যামসাংয়ের এই টেলিভিশনগুলো নেওস্লিম বা এয়ারস্লিম ডিজাইন এবং বাউন্ডলেস স্ক্রিনসহ নকশা করা হয়েছে, ফলে আপনার বসার বা শোবার ঘরের শোভা বাড়ানোর ক্ষেত্রেও এই টিভিগুলো দারুণভাবে মানিয়ে যাবে।
গ্রাহকদের চাহিদার বৈচিত্র্যের কথা বিবেচনায় রেখে স্যামসাং সি-সিরিজের টিভিগুলো নিয়ে এসেছে ৪৩, ৫০, ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চি সাইজে। সি-সিরিজের টিভিগুলো পাওয়া যাচ্ছে ‘নিও কিউএলইডি ফোর-কে’, ‘কিউএলইডি’ এবং ‘ফোর-কে ইউএইচডি’ সেগমেন্টে। ফিচার ও সাইজভেদে টিভিগুলোর দাম ৬৫ হাজার ৯০০ থেকে ৪ লাখ ৯৯ হাজার ৯০০ টাকার মধ্যে।
সি-সিরিজ উন্মোচন উপলক্ষে স্যামসাংয়ের অনুমোদিত প্রতিটি শোরুমেই চলছে বিশেষ ক্যাম্পেইন। চলবে পুরো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ জুড়েই। ক্যাম্পেইনের আওতায় থাকছে স্পেশাল ক্যাশব্যাক ও গিফট বক্স। স্যামসাং সি-সিরিজ বা স্যামসাংয়ের অন্য যেকোনো সিরিজের পছন্দসই টেলিভিশন সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন নিকটস্থ স্যামসাং অফিশিয়াল শোরুমে অথবা যোগাযোগ করুন ০৮০০০৩০০৩০০—এই নম্বরে।