২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ছাত্রলীগের সমাবেশস্থল থেকে লাঠিসোঁটা জব্দ করেছে প্রক্টরিয়াল বডি

জব্দ করা লাঠিসোঁটা গাড়িতে তুলে নিয়ে যায় প্রক্টরিয়াল বডিছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার আগে টিএসসি এলাকায় প্রক্টরের নেতৃত্বে মাইকিং করে বহিরাগত ব্যক্তিদের চলে যেতে বলা হয়। এ সময় ছাত্রলীগের সমাবেশস্থল থেকে বেশ কিছু লাঠিসোঁটা জব্দ করে প্রক্টরিয়াল বডি৷ এরপর তারা টিএসসি থেকে হেঁটে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা দেন৷ সেখানে কোটাবিরোধী আন্দোলনকারীরা জড়ো হয়েছেন৷

সহকারী প্রক্টর আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, ‘আমরা বহিরাগতমুক্ত ক্যাম্পাস চাই৷ ক্যাম্পাসে কোনো লাঠিসোঁটা থাকতে পারবে না।’

বেলা আড়াইটা থেকে টিএসসি এলাকায় ছাত্রলীগের বহিরাগত নেতা-কর্মীদের লাঠিসোঁটা হাতে মহড়া চলতে থাকলেও প্রক্টরিয়াল বডি তৎপর হয় দেড় ঘণ্টা পর। এমনকি কারা বহিরাগত, তা–ও কাউকে জিজ্ঞেস করেনি প্রক্টরিয়াল বডি। তারা সমাবেশস্থল থেকে কিছু লাঠিসোঁটা জব্দ করে সেগুলো গাড়িতে তুলে নিয়ে শহীদ মিনারের দিকে চলে যায়।

বিকেল সোয়া চারটার দিকে টিএসসিতে প্রক্টরিয়াল টিম যখন মাইকিং করছিল, তখনো ছাত্রলীগের সমাবেশস্থলে মহড়া চলছিল। নেতা–কর্মীদের সবার হাতেই ছিল লাঠিসোঁটা, স্টাম্প ও কাঠ। রাজু ভাস্কর্যের পাশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির নেতা-কর্মীদের নিয়ে মহড়া দিচ্ছিলেন৷

কিন্তু এসব দেখেও না দেখার ভান করে প্রক্টরিয়াল বডি টিএসসি থেকে শহীদ মিনারের দিকে চলে যায়।

আরও পড়ুন