দুই দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী ক্যাথরিন
যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট শনিবার দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা ও অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে প্রতিমন্ত্রী ক্যাথরিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ঢাকা সফরের অংশ হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা, তাঁদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা, প্রয়োজনীয় পরিষেবা ও মানবিক সহায়তা দিয়ে যুক্তরাজ্যের নতুন তহবিল ঘোষণা করবেন ক্যাথরিন ওয়েস্ট। সফরের আগে তিনি বলেছিলেন, বাংলাদেশের জনগণের জন্য আরও সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে যুক্তরাজ্য।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ সফরকে স্বাগত জানিয়ে বলেন, ক্যাথরিন ওয়েস্টের এ সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্বকে আরও গভীর করবে। বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি যেন টেকসই হয় এবং দেশটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারে সহায়তা করবে যুক্তরাজ্য।