২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আরামবাগ থেকে নয়াপল্টনের পথে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ

আরামবাগ থেকে নয়াপল্টনের পথে জড়ো হওয়া বিএনপির নেতা-কর্মীদের কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বিকেল পৌনে চারটার দিকে
ছবি: তানভীর আহাম্মেদ

রাজধানীর আরামবাগ থেকে নয়াপল্টনের পথে জড়ো হওয়া বিএনপির নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও  সাউন্ড গ্রেনেড দিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়। আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।

আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ ছিল। সমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংকির এলাকায়ও হয়। পরে তা শান্তিনগরেও ছড়িয়ে পড়ে। বিজয়নগর ও শান্তিনগরে থেমে থেমে পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের সংঘর্ষ চলছে।

আরও পড়ুন

পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার কারণে বিএনপির নেতা–কর্মীরা একেকদিকে চলে যান। এ সময় বিএনপির নেতা–কর্মীদের কিছু অংশ আরামবাগ থেকে নয়াপল্টনের দিকে যাওয়ার জন্য জড়ো হয়েছিলেন। পরে পুলিশ সেখানে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সড়কটি ফাঁকা করে দেয় পুলিশ।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন