সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ডিএমডি হলেন মো. নাজমুস সায়াদাত

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. নাজমুস সায়াদাতছবি: বিজ্ঞপ্তি

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. নাজমুস সায়াদাত। প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৯৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ারের শুরু।

কর্মজীবনে ইসলামী ব্যাংক পিএলসি, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকে যোগ দেন। ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও প্রিন্সিপাল শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৭ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলমের দখলে চলে যাওয়ার পর ব্যাংকের নানা অনিয়ম তাঁর দৃষ্টিগোচর হওয়ায় ২০২০ সালে তিনি এসআইবিপিএলসি থেকে পদত্যাগ করেন। এরপর তিনি মুন্নু গ্রুপের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি মুন্নু ফেব্রিকস লিমিটেড এবং মুন্নু অ্যাগ্রো ও জেনারেল মেশিনারির স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন।

৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক এস আলম মুক্ত হয় এবং বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিলে তিনি আবারও এ ব্যাংকে এসইভিপি এবং এমডিএস ও ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে বিএ (অনার্স) এবং মাস্টার্স সম্পন্ন করেন। পরে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এবং সায়েন্স থেকে ফাইন্যান্স ও ব্যাংকিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।