বিশ্ব হার্ট দিবসে ঢাকায় সচেতনতামূলক শোভাযাত্রা

বিশ্ব হার্ট দিবসে ভারতের নারায়ণা হাসপাতালের পক্ষ থেকে রাজধানীতে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষে ভারতের নারায়ণা হাসপাতালের পক্ষ থেকে রাজধানী ঢাকায় সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার ঢাকায় ‘আমি আমার হৃদয়ের কথা শুনি’ স্লোগানে ভারতের হৃদ্‌রোগবিশেষজ্ঞ দেবী শেঠির নারায়ণা হেলথ ২০২৩ সালের বিশ্ব হার্ট দিবসের একটি সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রাটি রাজধানীর শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টিএসসিতে শেষ হয়। এরপর সেখানে সচেতনতামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাজেদা ফাউন্ডেশনের হেড অব অপারেশনস নাজমূল ইসলাম (নিউরোসায়েন্স অ্যান্ড সাইকিয়াট্রি হাব লিমিটেড)। বিশেষ অতিথি ছিলেন শিশু হৃদ্‌রোগবিশেষজ্ঞ অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ মোহাম্মদ।

কার্ডিওভাসকুলার রোগ কীভাবে প্রতিরোধ করা যায়, সে সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল শোভাযাত্রার উদ্দেশ্য। বিজ্ঞপ্তি