মাটির নিচে মিলল সিগারেটের জাল স্ট্যাম্প ও ব্যান্ডরোল

জব্দ করা জাল ব্যান্ডরোলছবি: সংগৃহীত

খামারের মাটি খনন করে বিপুল পরিমাণ সিগারেটের জাল স্ট্যাম্প ও ব্যান্ডরোল জব্দ করেছেন ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকায় বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকোর মালিকানাধীন গুদাম ও ছাগলের খামারের মাটি খনন করে এগুলো জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় ৩৬ লাখ ২৪ হাজার পিস ব্যবহৃত জাল সিগারেট স্ট্যাম্প এবং আড়াই লাখ পিস ব্যান্ডরোল জব্দ করা হয়। এসব ব্যান্ডরোল ব্যবহার করলে প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হতো। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।