শুভ সকাল। আজ ১০ নভেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত। আর অন্তর্বর্তী সরকার গঠন, সরকারের প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টার নিয়োগে কোনো ত্রুটি থাকলে শুধু এ কারণে তাঁদের কোনো কাজ অবৈধ হবে না। এ সম্পর্কে কোনো আদালতে কোনো প্রশ্নও তোলা যাবে না। এমনকি মামলা করা যাবে না।
বিস্তারিত পড়ুন...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আওয়ামী লীগকে আগামীকাল রোববার বিক্ষোভ করার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই।
আজ শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুল আলম এ কথা জানান।
বিস্তারিত পড়ুন ...
গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী লীগ আগামীকাল রোববার বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। এরই পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ আজ শনিবার ফেসবুকে এ স্ট্যাটাস দেন।
বিস্তারিত পড়ুন ...
প্রথম পাওয়ারপ্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৪০ রান। এরপর রান তোলার গতিটা একটু শ্লথ হয়ে যায় নাজমুল হোসেনদের। কিন্তু ইনিংসের শেষে গিয়ে আবার দারুণ গতিতে রান করেছে বাংলাদেশ। বিশেষ করে শেষ ৫ ওভারে। এ দুই জায়গাতেই বাংলাদেশের কাছে ম্যাচটি হেরে গিয়েছেন বলে মনে করেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
বিস্তারিত পড়ুন...
বিশেষজ্ঞরা যে ব্যক্তির ভাষাজ্ঞানকে ক্লাস ফাইভ-সিক্সের বাচ্চাদের মতো বলে মন্তব্য করেছেন; যে ব্যক্তির কথাবার্তা, আচার-আচরণ ও ক্ষমতার দাপট বিশ্ববাসীকে রীতিমতো ত্যক্তবিরক্ত করে আসছে; সেই ব্যক্তি প্রবল পরাক্রমশালী হয়ে আবার হোয়াইট হাউসে যাচ্ছেন।
বিস্তারিত পড়ুন...