সংবিধান সংস্কারের কাজ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আগামীর বাংলাদেশ: জনগণের ক্ষমতায়ন ও কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা—নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে সিপিএএ। ঢাকা, ২১ সেপ্টেম্বরছবি: বিজ্ঞপ্তি

সংবিধান সংস্কার করার কাজটি হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কার। আগামীর বাংলাদেশের স্বপ্ন যেন সংবিধান ধারণ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থায় সংস্কার আনতে হবে। যেকোনো মূল্যে বিচারব্যবস্থাকে রক্ষা করতে হবে।

‘আগামীর বাংলাদেশ: জনগণের ক্ষমতায়ন ও কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা—নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শনিবার সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি (সিপিএএ) এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাফিউল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন সিপিএএর প্রেসিডেন্ট শরীফুল আলম। সভা পরিচালনা করেন জুনায়েদ মাসরুর খান।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান রূপান্তর যেন কোনো বিদেশি রাষ্ট্রের প্রকল্পের আওতায় না হয়, তা নিশ্চিত করতে হবে। বক্তারা জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উন্নয়ন মডেল অনুসরণ করার পরামর্শ দেন।

বক্তারা আরও বলেন, গত দেড় দশকে ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থার ভয়াবহ ফল হচ্ছে দেশের নির্বাচনব্যবস্থা পুরোপুরি নস্যাৎ হওয়া। স্বাধীনতার পর কোনো আদর্শ নির্বাচনব্যবস্থা তৈরি করা যায়নি। এ অবস্থায় সংবিধান সংস্কারসহ অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু পরামর্শ দেন বক্তারা।