চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যুপ্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলায় পৃথকভাবে ট্রেনে কাটা পড়ে এক তরুণ ও এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট ও মিরসরাইয়ের মস্তাননগর এলাকায় দুটি দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। পরে দুটি লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পুলিশ নিহত দুজনের কারও পরিচয় নিশ্চিত হতে পারেনি।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম স্টেশন ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনে সকাল ১০টার দিকে মিরসরাইয়ের মস্তাননগর এলাকায় কাটা পড়ে মৃত্যু হয় তরুণের। খবর পেয়ে পুলিশ বিকেল পাঁচটার দিকে তাঁর লাশ উদ্ধার করে। চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে বিকেল পাঁচটার দিকে সীতাকুণ্ডের শুকলাল হাট এলাকায় কাটা পড়ে মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় ওই তরুণীর।

সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, নিহত দুজনের আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। পরিচয় পাওয়া গেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় লাশ দুটি বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। দুজন নিহতের ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় দুটি অপমৃত্যু মামলা করা হবে বলেও জানান তিনি।