স্যার জন উইলসন স্কুলের বুক-উইকে প্রথমা বুক ক্যাফে

স্যার জন উইলসন স্কুলের বুক-উইকে অংশ নেয় প্রথমা বুক ক্যাফে
ছবি: সংগৃহীত

স্যার জন উইলসন স্কুলের বুক-উইকে অংশ নিয়েছে প্রথমা বুক ক্যাফে। স্কুলের প্রিন্সিপাল সাবরিনা শহীদের আমন্ত্রণে সম্প্রতি এই অনুষ্ঠানে প্রথমা বুক ক্যাফে যোগ দেয়। সম্প্রতি স্কুলের প্রধান ক্যাম্পাস ইউনাইটেড সিটি ও গুলশানের কিডস সেকশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীর খ্যাতনামা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর অন্যতম স্যার জন উইলসন স্কুল। স্কুলটি নিয়মিত শিক্ষার্থীদের নানা সৃজনশীল কাজে উৎসাহিত করে। প্রতি সপ্তাহে সেখানে ইংরেজি বইয়ের পাশাপাশি বাংলা বইয়ের পাঠচক্র, আলোচনা ও রিভিউ লেখার আয়োজন করা হয়। বই থেকে ছোট বাচ্চাদের পড়ে শোনানো হয় গল্প, কবিতা ও ছড়া।

প্রথমা বুক ক্যাফেতে শিশুকে বই দেখাচ্ছেন একজন অভিভাবক
ছবি: সংগৃহীত

বুক-উইকের অন্যতম আকর্ষণ ছিল প্রথমা বুক ক্যাফের বইয়ের দোকান। বুক-উইকে প্রথমা বুক ক্যাফের দেশি-বিদেশি বইয়ের মানসম্পন্ন সংগ্রহের প্রশংসা করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই তুলে দিতে পেরে প্রথমা বুক ক্যাফেও আনন্দিত। বুক-উইকের শেষ দিন প্রথমা প্রকাশনের পক্ষ থেকে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেরিনা ইয়াসমিন ও জাকির হোসেন।

প্রথমা বুক ক্যাফেটি রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের শেফ’স টেবিল কোর্ট সাইডে অবস্থিত। দেশি-বিদেশি যেকোনো ধরনের মানসম্পন্ন বই পেতে দোকানটি ঘুরে আসতে পারেন। যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজ ProthomaBookCafe-তে।