প্রথমা ডটকম-কথাপ্রকাশ বই রিভিউ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী প্রতিযোগিতাটি চলেছিল।
আজ শনিবার প্রথম আলো কার্যালয়ের দশম তলায় এ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে বিজয়ী প্রতিযোগীরাসহ উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান; প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব উন্নয়ন কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান; প্র প্রকাশনের সমন্বয়ক ও লেখক সুমন্ত আসলাম; প্রথমা ডটকমের সমন্বয়ক রাসেল রায়হান; কথাপ্রকাশের আইটি বিভাগের ইনচার্জ মাইনুল ইসলাম; সহকারী ব্যবস্থাপক রাদিব আল-আমিন প্রমুখ। পুরস্কার বিতরণের পাশাপাশি ‘কী পড়ছি, কী পড়তে চাই’ শিরোনামে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কবি সোহরাব হাসান বলেন, ‘বইয়ের চাহিদা কিন্তু বেড়েছে। ইউরোপে গণপরিবহনে প্রতি দুজনে একজন বই পড়ে। তারা সময়টা কাজে লাগায়। আমরা আশা করি, এখানকার সবাই বই পড়াকে উৎসাহিত করবে।’
মুনির হাসান বলেন, ‘মানুষের সঙ্গে পশুপাখির মূল পার্থক্য পড়ালেখায়। আমাদের উচিত সব ধরনের বই পড়া। বর্তমানে চ্যাটজিপিটির সঙ্গে যে লড়াই, সেই লড়াইয়ে জিততে চাইলে বই পড়তে হবে।’
লেখক সুমন্ত আসলাম বলেন, ভালো একটি রিভিউ একটি সিনেমাকে যেমন ব্লকবাস্টার করতে পারে, তেমনি একটি বইকেও তুমুল পাঠকপ্রিয় করতে পারে। কিন্তু অবশ্যই বইটি ভালোভাবে পড়তে হবে।
কবি বিধান সাহা বলেন, ‘স্যোশ্যাল মিডিয়ার কারণে আমাদের মনোযোগ বিচ্ছিন্ন। তাই নতুন যাঁরা লেখেন, তাঁদের উৎসাহিত করার জন্য এমন উদ্যোগ বেশি বেশি গ্রহণ করা উচিত।’
কথাপ্রকাশের মাইনুল ইসলাম বলেন, ‘এই আয়োজনের কল্যাণে প্রথমা ডটকম ও কথাপ্রকাশের মাধ্যমে পাঠকেরা আরও ভালো ভালো বই খুঁজে পাবেন। তাঁরা কী রকম বই পড়েন, তা-ও জানা যাবে।’
বইপড়ুয়াদের সংগঠন বইবৃক্ষের প্রতিষ্ঠাতা রমজান আলী বলেন, ‘ভালো বই পড়া নিয়ে আন্দোলন হওয়া দরকার। তরুণেরা কী ধরনের বই পড়ে, সে জন্য গবেষণা করা দরকার। আশা করি, প্রথম আলো বা প্রথমা ডটকম এ ধরনের উদ্যোগে এগিয়ে আসবে।’
রিভিউ প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল যথাক্রমে ১০ হাজার, ৬ হাজার ও ৪ হাজার টাকা সমমূল্যের বই। এর বাইরেও প্রায় এক লাখ টাকা সমমূল্যের বই উপহার দেওয়া হয়েছে।