কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির প্রতিবাদে লন্ডনে মোমবাতি প্রজ্বালন

লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে গুলিতে নিরীহ শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিহত-আহত হওয়ার প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়েছে।

স্থানীয় সময় গত রোববার সন্ধ্যায় লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজক ‘আমি বাংলাদেশ’ নামের সংগঠন।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা নির্বিচার গুলি চালিয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হত্যার প্রতিবাদ জানান। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি নিশ্চিতের আহ্বান জানানো হয়।

মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে বাংলাদেশি শিক্ষার্থীসহ অন্যরা অংশ নেন
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে পড়তে আসা বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী মুক্তিযোদ্ধা, মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। কেউ কেউ প্রতিবাদী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অলি রহমান, সাংবাদিক তানভীর হাসান প্রমুখ। আরও বক্তব্য দেন ফিওনা লালি, শওকত আলী, আসহাবুল হক, ইকবাল মাহমুদ, এহতেশাম হক, নাইমুল ইসলাম, শাকুর হক, আবু তাইয়েব, মুসা আবদুল হাই, কামরুল ইসলাম ভুঁইয়া, নাসিফ উদ্দিন প্রমুখ।