ঢাকাসহ বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

সায়েদাবাদ এলাকায় আজ রাতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
ছবি: বিজিবির সৌজন্যে

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা।

আজ রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো খুদে বার্তায় এ কথা জানানো হয়। বার্তায় আরও জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন থাকবে।

বিজিবি জানায়, রাজধানীর সায়েদাবাদ, পল্টনসহ কয়েকটি এলাকায় ইতিমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা টহল দেওয়া শুরু করেছেন।

মঙ্গলবার থেকে বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিন দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে দলটি। জামায়াতও একই কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে সারা দেশে বিজিবি মোতায়েন করা হলো।

গাড়িতে পল্টন এলাকায় টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা।
ছবি: বিজিবির সৌজন্যে

আমাদের সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল শুরু করেছেন। মোতায়েন দুই প্লাটুন বিজিবির এক প্লাটুনের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম এবং অপর প্লাটুনের নেতৃত্ব দিচ্ছেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ভূমি মো. আলাউদ্দিন।

বিজিবি চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, আজ রাত ৯টা থেকে সীতাকুণ্ডের জন্য দুই প্লাটুন এবং মিরসরাইয়ে দুই প্লাটুন মিলে মোট চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাত ৯টায় তাঁরা মোতায়েনকৃত এলাকায় টহল দিতে শুরু করেছেন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির দেওয়া অবরোধে যাতে মানুষের জানমালের কোনো ক্ষতি না হয় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতে নির্বিঘ্ন গাড়ি চলাচল করতে পারে, সে জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। তাঁর নেতৃত্বে একদল বিজিবি সীতাকুণ্ড পৌর সদর থেকে চট্টগ্রাম নগরের সিটিগেট পর্যন্ত টহল দেবে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে অপর একটি দল সীতাকুণ্ড সদর থেকে বড়দারোগাহাট ওজন স্কেল পর্যন্ত টহল দেবে।