সেতু ভবনে হামলা: বিএনপি নেতা নীরবসহ সাতজন পাঁচ দিনের রিমান্ডে

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবফাইল ছবি

রাজধানীর সেতু ভবনে হামলা ঘটনার মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ সাতজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত অপর ছয়জন হলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, বিএনপি নেতা রফিকুল ইসলাম মজনু, রশীদুজ্জামান মিল্লাত, সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম।

মামলায় অভিযোগ করা হয়েছে, ১৮ জুলাই দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে আসামিরা সেতু ভবন এলাকায় বেআইনি জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আসামিরা সেখানে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তাঁরা সেতু ভবন এলাকায় ঢুকে সেখানে রাখা বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ গাড়ি, পিকআপ, মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।