সাবেক মন্ত্রী আবদুর রহমান ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আব্দুর রহমান ও টিএম জোবায়ের (ডানে)ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এ ছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) টিএম জোবায়ের ও তাঁর স্ত্রী ফাহামিনা মাসুদের দেশত্যাগে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালত আজ রোববার দুপুরে এ আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আবদুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে দুদকের উপপরিচালক আনোয়ারুল হক আদালতকে লিখিতভাবে জানান, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবদুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিজ নামে, পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন।

অন্যদিকে জোবায়ের ও তাঁর স্ত্রীর দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদনে দুদক আদালতকে জানায়, এনএসআইয়ের সাবেক এই মহাপরিচালকের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে বিভিন্ন পদে চাকরি দেওয়ার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে কোটি কোটি টাকা আয় করে নিজ নামে, পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও দুদক অনুসন্ধান করছে। জোবায়ের বিরুদ্ধে লন্ডনে বাড়ি কেনাসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধান করছে দুদক।

দুদকের পৃথক আবেদনের শুনানি নিয়ে আদালত আবদুর রহমান এবং জোবায়ের ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠায় এই সরকারের সাবেক ২৭ মন্ত্রী ও ১৬ সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।