আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় সাহাব উদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল। আজ বিকেলেছবি: প্রথম আলো

কক্সবাজারের রামুতে সাহাব উদ্দিন (২৬) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকার বাসিন্দারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। আজ বুধবার বিকেলে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া পুলিশ ফাঁড়ি–সংলগ্ন বাজার চত্বরে এ কর্মসূচি হয়।

মানববন্ধনে বক্তব্য দেন রামু উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইদ্রিস সিকদার, সমাজকর্মী আবুল ফজল, ছাত্রনেতা ইমাদ সিকদার, নিহত সাহাব উদ্দিনের চাচা নবী আলম, মামলার বাদী আনছার উল্লাহ প্রমুখ।

গত ৩০ নভেম্বর রাতে সাহাব উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গত সোমবার রাতে রামু থানায় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান, ইউপি সদস্য জসিম উদ্দিনসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত সাহাব উদ্দিনের বড় ভাই আনছার উল্লাহ। তিনি কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব তিতার পাড়ার এমদাদ মিয়ার ছেলে। মামলায় আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, নিহত সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে গরু ব্যবসা করে আসছিলেন। আসামিদের সঙ্গে সাহাব উদ্দিনের বিরোধ ছিল। ঘটনার দিন (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে মোটরসাইকেলে সাহাব উদ্দিনকে বাড়ি থেকে তুলে নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

তবে স্থানীয় ইউপি সদস্যের দাবি, স্থানীয় তিন ব্যক্তিকে জিম্মি করে তাঁদের কাছে থাকা নগদ টাকা লুটের সময় পিটুনিতে সাহাব উদ্দিনের মৃত্যু হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে এলাকার অভিযান চালাচ্ছে পুলিশ।