জুলাই গণ–অভ্যুত্থানে আহতদের চিকিৎসা–অনুদান দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী আফরোজা হেলেনছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আহতদের মধ্যে ৫০০ জনকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেন গতকাল বুধবার দুপুরে রাজধানীর সচিবালয়ে সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন উপদেষ্টা।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাক্ষাৎকালে পুনাক সভানেত্রী আহতদের শারীরিক, মানসিক, আর্থিক সমস্যা এবং বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তাঁদের চিকিৎসার বাস্তব অবস্থা সমাজকল্যাণ উপদেষ্টার কাছে বর্ণনা করেন।

শারমীন এস মুরশিদ পুনাক সভানেত্রীর কথা শোনেন। তিনি একটি পরিকল্পনার মাধ্যমে আহতদের পুনর্বাসন ও দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা অনুদান দেওয়ার আশ্বাস দেন।

এ সময় সমাজকল্যাণসচিব মো. মহিউদ্দিন, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী, পুনাকের যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর, জুলাই আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।