১৪ সেপ্টেম্বর আবার চালু হচ্ছে বিমানের গুয়াংজু ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইনস
ফাইল ছবি

প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশের ঢাকা-গুয়াংজু সরাসরি ফ্লাইট। বিমান বাংলাদেশ জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর রাত ১০টা ২০ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশে যাত্রা করবে।

২০২২ সালের ১৮ আগস্ট চীনের গুয়াংজু রুটে যাত্রী পরিবহন শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে গত মার্চে এটি বন্ধ হয়ে যায়। বিমান কর্তৃপক্ষ বলেছিল, চীনের বিমানবন্দর থেকে স্লট বাতিল (ফ্লাইট অবতরণের অনুমতি) হওয়ায় গুয়াংজু ফ্লাইটটি বন্ধ ছিল।

গতকাল সোমবার বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুয়াংজু ফ্লাইট আবার চালু উপলক্ষে বিশেষ ছাড়ে এ রুটের টিকিট বিক্রয় শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট কিনতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রোমো কোড NEWYEAR 23 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে সপ্তাহে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট গুয়াংজুর উদ্দেশ্যে ছেড়ে যাবে। গুয়াংজু থেকে সপ্তাহে প্রতি শুক্র, সোম ও বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

বিমান বাংলাদেশ জানিয়েছে, ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ৩০ হাজার ৬৭০ টাকা থেকে শুরু। রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৫০ হাজার ৫৩৯ টাকা থেকে। অন্যদিকে গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমুখী ভাড়া শুরু হবে জনপ্রতি ২৪ হাজার ১৫৭ টাকা থেকে। আর রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য শুরু হবে ৪৮ হাজার ৯১১ টাকা থেকে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ ছাড় চালু থাকবে।

ঢাকা-গুয়াংজু গন্তব্যটি লাভজনক হিসেবে বিবেচনা করা হয়। এই গন্তব্যে বিমানের টিকিটের চাহিদাও বেশি। বাংলাদেশের ব্যবসায়ী ও শিক্ষার্থী ছাড়া চীনের নাগরিকেরাও এই গন্তব্যে যাতায়াত করে থকেন। বর্তমানে ঢাকা থেকে গুয়াংজুতে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইনস ও চীনের চায়না সাউদার্ন এয়ারলাইনস।