৮ জানুয়ারি থেকে চট্টগ্রাম-সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু
৮ জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিমান।
সংস্থাটি বলছে, অভ্যন্তরীণ গন্তব্যগুলোর মাঝে আন্তযোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ক্রমবর্ধমান যাত্রী চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই পথে আবার ফ্লাইট শুরু হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বিমান জানায়, সপ্তাহের প্রতি শনি ও বুধবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৫১১ ফ্লাইট বেলা সোয়া ১১টায় ছাড়বে। ফ্লাইটটি সিলেটে পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৫১২ ফ্লাইট প্রতি শনি ও বুধবার বেলা ১টায় ছাড়বে। ফ্লাইটটি চট্টগ্রাম পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা বিমানের যেকোনো সেলস অফিস, বলাকার প্রধান কার্যালয়ের সেলস সেন্টারসহ অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনতে পারবেন।