হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাইলেন বিশিষ্টজনেরা

নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়েছেন বিশিষ্টজনেরা। নয়তো কঠোর আন্দোলন গড়ে তোলার কথা জানিয়েছেন তাঁরা।গতকাল বুধবার বিকেলের দিকে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান (পুরাতন কোর্ট এলাকা) সড়কে রফিউর রাব্বির বাসায় যান গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, সচিব এস এম এ সবুর, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, শফিউদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা দীপায়ন খীসা। অবস্থানকালে তাঁরা রফিউর রাব্বি ও তাঁর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তানভীরের খুনের ঘটনায় তাঁরা গণঐক্য, ওয়ার্কার্স পার্টি ও জনসংহতি সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা তুলে দেন রফিউর রাব্বির হাতে।ব্যানার-পোস্টার ছেঁড়া হচ্ছে: শহরের বিভিন্ন স্থানে লাগানো বিভিন্ন ব্যানার ও পোস্টার গত মঙ্গলবার রাতে ছিঁড়ে ফেলে অজ্ঞাতপরিচয় লোকজন। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মনি সুপান্থ বলেন, মেধাবী শিক্ষার্থী তানভীর হত্যাকারীদের বিচারের দাবিতে শহরের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।নিখোঁজ হওয়ার দুই দিন পর ৮ মার্চ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ।