সীতাকুণ্ডে হতাহতদের জন্য কোটি টাকা বরাদ্দ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ-অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত ব্যক্তিদের জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
আজ রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দ দিয়েছে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত ব্যক্তিদের দাফন বা সৎকার এবং আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য এই অর্থ দেওয়া হবে।
এ সম্পর্কিত আরও পড়ুনঃ
আগুন, উত্তাপ ও ধোঁয়া ছড়িয়েছে আড়াই বর্গকিলোমিটারজুড়ে
সীতাকুণ্ডের দুর্ঘটনার জন্য সরকারের অব্যবস্থাপনা দায়ী: মির্জা ফখরুল
বিস্ফোরণে আহতরা বললেন, নতুন জীবন পেলাম
এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবিক সহায়তার লক্ষ্যে এক হাজার শুকনা খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
এই ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। আহত ব্যক্তিদের বেশির ভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিএম কনটেইনার ডিপোতে গতকাল শনিবার রাতে আগুন লাগে। পরে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণ-অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের জন্য নির্দেশনা দিয়েছেন।