শামীম ওসমানসহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যার ঘটনায় শামীম ওসমানসহ অন্যদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন হয়। এ সময় অভিযোগ করা হয়, পুলিশ অভিযুক্ত খুনিদের পক্ষে কাজ করছে।মানববন্ধনের সময় বক্তব্য দেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, সাবেক সভাপতি দুলাল সাহা, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য শফিউদ্দিন আহমেঞ্চদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।২৮ দিনেও ত্বকীর খুনিরা গ্রেপ্তার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রফিউর রাব্বি ছেলে ত্বকী হত্যার ঘটনায় শামীম ওসমান ও তাঁর ছেলে অয়ন ওসমানসহ সাতজনের নাম উল্লেখ করে পুলিশ সুপারকে লিখিত অভিযোগ দিলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। অবিলম্বে ত্বকীর খুনিদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। একই দাবিতে সন্ধ্যায় শহরের চাষাঢ়া শহীদ মিনারে প্রতিবাদী নৃত্য ও সংগীত পরিবেশন করে উন্মেষ সাংস্কৃতিক সংগঠন। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘ত্বকী হত্যার ঘটনায় পুলিশ চাপমুক্ত হয়ে নিরপেক্ষভাবে মামলার তদন্ত করছে।’