মুদ্রার অপর পিঠ
ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সভায় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) রাম শংকর রায় বলেন, গত ১ জুলাই আলফাডাঙ্গা উপজেলায় বকেয়া বিলের জন্য এক গ্রাহকের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে লাইনম্যানকে গুলি করা হয়। এ ব্যাপারে মামলা হলেও আসামি ধরা পড়েনি। এর জবাবে মন্ত্রী বলেন, ‘আপনি যে কথা বললেন তা কয়েনের (মুদ্রা) এক পিঠের কথা। মুদ্রার অন্য পিঠেরও কথা আছে। মানুষ বিদ্যুৎ না পেলে বিল দেবে কেন?’ মন্ত্রী বলেন, আলফাডাঙ্গায় বিদ্যুৎ না থাকলে খন্দকার মোশাররফের বাড়িতেও বিদ্যুৎ থাকবে না।