মন্দিরের জমি উদ্ধারের দাবিতে নৌমন্ত্রীর বাসভবন ঘেরাও

মাদারীপুরের পুরান বাজার সর্বজনীন কালীমন্দিরের দেবোত্তর সম্পত্তি উদ্ধারে সহায়তা করার দাবিতে গতকাল শুক্রবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মাদারীপুর শহরের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এই কর্মসূচি পালন করেন।স্থানীয় মন্দির কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে হিন্দু সম্প্রদায়ের লোকজন আজ শনিবার শহরে মিছিল ও আগামীকাল বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে।মন্দির উদ্ধার কমিটির সদস্যরা দাবি করেন, দীর্ঘদিন ধরে মাদারীপুর পুরান বাজার সর্বজনীন কালীমন্দিরের ৪৬ শতাংশ দেবোত্তর সম্পত্তি অবৈধ দখলদারদের কবলে রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ওই জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার নির্দেশ দেন। জেলা প্রশাসক ১৬ মার্চ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অবৈধ দখলদারদের সাত দিনের সময় দেন। কিন্তু দখলদারেরা মাদারীপুর জজ আদালতে সম্পত্তি থেকে উচ্ছেদ না করার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সহকারী জজ-১-এর বিচারক মো. শহীদুল্লাহ জেলা প্রশাসককে কারণ দর্শানোর নোটিশ দেন। এতে ওই জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।জেলা প্রশাসক শশী কুমার সিংহ বলেন, ‘প্রশাসন মন্দিরের জমি দখলমুক্ত করতে বদ্ধপরিকর। কাল রোববার আদালতে দখলদারদের আবেদনের বিষয়ে শুনানি হবে। শুনানির আগ পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধ থাকবে।’