ভিন্ন খাতে নেওয়ার পরিকল্পনা যুবলীগের নেতাদের হুমকি

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যাকাণ্ড থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে একটি প্রভাবশালী মহল নাশকতার পরিকল্পনা করেছে। এ জন্য তারা নারায়ণগঞ্জে পরিকল্পিতভাবে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি ও বিরোধী দলের কর্মসূচির সময়ে নাশকতার চেষ্টা করছে বলে পুলিশের একটি সূত্র দাবি করছে।এদিকে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের অনুগত যুবলীগের নেতারা গতকাল বুধবার এক সমাবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তানভীরের বাবা রফিউর রাব্বিকে হুমকি দিয়েছেন। এর আগে গত সোমবার ওই দুজনসহ সাংবাদিকদের সম্পর্কে অশোভন মন্তব্য করে হুমকি দিয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান। ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা: ৮ মার্চ তানভীরের লাশ উদ্ধারের পর থেকে ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিদিনই নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ডিবি পুলিশের নির্ভরযোগ্য সূত্র প্রথম আলোকে জানিয়েছে, ওই হত্যাকাণ্ড থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে নারায়ণগঞ্জে নাশকতার চেষ্টা করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ জন্য তাঁরা চিহ্নিত কয়েকজনকে নজরদারিতে রেখে তাঁদের মুঠোফোন ট্র্যাকিং করছেন।পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, এ ব্যাপারে পুলিশের কাছে আগাম তথ্য রয়েছে। কিন্তু পুলিশ কাউকেই নাশকতা ঘটাতে দেবে না।রফিউর রাব্বি বলেন, ‘শামীম ওসমান ও তাঁর পরিবার এখন নিজেরাই নানা অঘটন ঘটিয়ে তার দায় আমাদের ওপর চাপাতে চাইবেন, যা অতীতে তাঁরা করেছেন।’শহীদ মিনার দখল করে সমাবেশ: বিকেল চারটার দিকে হঠাৎ করে শামীম ওসমানের অনুগত নেতা-কর্মীরা সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই চাষাঢ়ায় শহীদ মিনার দখল করে সমাবেশ করেন। ভয়ে শহীদ মিনার ত্যাগ করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। জেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত ওই অনুষ্ঠানে জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ক্যাঙারু পারভেজ মেয়র আইভীকে ‘কালি’ ও রফিউর রাব্বিকে ‘দালাল’ আখ্যায়িত করে বলেন, ‘তারা যদি শামীম ওসমানের নামে আর কোনো কটূক্তি করে, তাহলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’সমাবেশে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম বলেন, ‘সোজা আঙুল কীভাবে বাঁকা করতে হয় আমরা জানি। আমরা শুধু ভাইয়ের (শামীম ওসমান) হুকুমের অপেক্ষায় আছি।’সমাবেশ শেষেসন্ধ্যা সাড়ে সাতটার দিকে মশাল মিছিল বের করেন নেতা-কর্মীরা। এরপর তাঁরা মেয়র আইভীর বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষেআবার শহীদ মিনারে গিয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত অবস্থান করেন তাঁরা। এতে সন্ত্রাস নির্মূল ত্বকীর মঞ্চের নিয়মিত কর্মসূচি পালিত হয়নি। রিফাত জেলহাজতে: তানভীর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া রিফাত বিন ওসমানকে সাত দিনের রিমান্ড শেষে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের বলেন, হত্যাকাণ্ড সম্পর্কে রিফাত উল্লেখযোগ্য কোনো তথ্য দেননি। প্রয়োজনে তাঁকে আবারও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।ক্ষমা চাননি আইভী, রাব্বি: গত রোববার শামীম ওসমান সংবাদ সম্মেলন করে তাঁদের বিরুদ্ধে আনা খুনের অভিযোগ প্রত্যাহার করে ক্ষমা চাইতে মেয়র সেলিনা হায়াৎ আইভী ও রফিউর রাব্বিকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছিলেন। ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছিলেন। ওই সময় পার হলেও নিজেদের বক্তব্যে অনড় রয়েছেন সেলিনা হায়াৎ আইভী ও রফিউর রাব্বি। শামীম ওসমানও কোনো আইনি ব্যবস্থা নেননি।‘নাসিম ওসমান বুদ্ধিপ্রতিবন্ধী’: নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজামউদ্দিন, নগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, জেলা সিপিবি, ন্যাপ, মহিলা পরিষদ, গণফোরাম, উদীচী, খেলাঘরের সভাপতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের ৮৭ জন নেতা গতকাল বিকেলে যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, সাংসদ নাসিম ওসমান ২৫ মার্চ (সোমবার) এক সমাবেশে মেয়র সেলিনা হায়াৎ আইভী, রফিউর রাব্বিসহ বিভিন্ন ব্যক্তি ও নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্পর্কে যে অশালীন ও অরুচিকর বক্তব্য দিয়েছেন তাতে প্রতীয়মান হয়, তিনি একজন অসংযত, বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী। হিন্দি সিনেমার ভিলেনের মতো তিনি সবাইকে ‘দৌড়ানি’ দেওয়ার হুমকি দিয়েছেন। তানভীর হত্যার ব্যাপারে মানুষ ক্ষুব্ধ, সন্ত্রাসী গডফাদারদের প্রতিরোধ ও গ্রেপ্তারের দাবিতে সোচ্চার। আর এ সময় নাসিম ওসমানের বক্তব্যে স্পষ্ট হয়, নারায়ণগঞ্জবাসী কতটা অসহায় হলে এমন ‘নীচ’ ব্যক্তিদের জনপ্রতিনিধি করতে বাধ্য হন।বিবৃতিদানকারীরা নাসিম ওসমানের বক্তব্যের প্রতি ঘৃণা ও ধিক্কার জানিয়ে অপশক্তি, গডফাদার, লুটেরা এবং সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত ও প্রতিরোধ করার আহ্বান জানান। সেই সঙ্গে প্রশাসনকে শান্তিশৃঙ্খলার জন্য হুমকি এমন ঔদ্ধত্যপূর্ণ ও অশালীন বক্তব্য প্রদানকারীদের ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানান তাঁরা।