বুয়েটে আসন ১ হাজার ২৭৯, অপেক্ষমাণ তালিকায় আরও ৮৪৮ জন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে৷ ফলাফলে লিখিত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ১২৭ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান পেয়েছেন৷ যাচাই-বাছাইয়ের পর এই শিক্ষার্থীদের মধ্য থেকে ১ হাজার ২৭৯ জন এবার বুয়েটে ভর্তির সুযোগ পাবেন৷
বৃহস্পতিবার রাতে বুয়েটের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়৷ এবার দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা হয়৷ গত ৪ জুন প্রাক্-নির্বাচনী পরীক্ষায় ১৭ হাজার ৩৪ জন অংশ নেন৷ এতে উত্তীর্ণ প্রায় ৬ হাজার শিক্ষার্থী ১৮ জুন অংশ নেন চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষায়৷ শুধু লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাতালিকা তৈরি করেছে বুয়েট।
বুয়েটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত পর্ব হয় দুটি গ্রুপে৷ ক গ্রুপে ছিল প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ৷ খ গ্রুপে প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের পাশাপাশি স্থাপত্য বিভাগ৷ বুয়েটে এবার মোট আসন ১ হাজার ২৭৯ টি৷ প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট আসন ১ হাজার ২১৯টি (২টি সংরক্ষিত আসনসহ) আর স্থাপত্য বিভাগের জন্য আসন ৬০টি৷
প্রকাশিত ফলাফলে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিতরা ছাড়াও অপেক্ষমাণ তালিকায় আছেন ৮৯ জন৷ প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বাইরে অপেক্ষমাণ তালিকায় আছেন ৭৫৯ জন৷
বুয়েটের ভর্তি পরীক্ষার এ ফলাফল দেখা যাবে এই লিংকে: (https://ugadmission.buet.ac.bd)৷